টংগিবাড়ীতে তথ্য আপার উঠান বৈঠক
মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে তথ্য আপার আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, টংগিবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বাক্কার মাঝি, হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান সহ আরো অনেকে।
তথ্যসেবা কর্মকর্তা সোনিয়া আক্তারের পরিচালনায় উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘টংগিবাড়ী তথ্য কেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।


