৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:০১
Search
Close this search box.
Search
Close this search box.
টংগিবাড়ীতে ভাইস চেয়ারম্যান হতে চান ডিউক মাঝি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

টংগিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক মাঝি।

নির্বাচনে বিজয়ী হয়ে ‘জনগণের সেবক’ হতে চান তিনি। আমার বিক্রমপুরের সাথে আলাপে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

রেজাউর রহমান ডিউক মাঝি টংগিবাড়ী উপজেলার সোনারং-টংগিবাড়ী ইউনিয়নের মাঝি বাড়ির খলিলুর রহমান মাঝি ও হুরুন নেছা দম্পতির তৃতীয় সন্তান। তার অন্য দুই ভাই স্বনামধন্য ব্যবসায়ী।

জানা যায়, ১৯৮৭ সালে এস এস সি ও ১৯৮৯ এইচ এস সি পাশ করেন ডিউক মাঝি। তিনি ১৯৯৪-৯৮ সাল পর্যন্ত টংগীবাড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৩ সালে দায়িত্ব পান উপজেলা যুবলীগের সভাপতি হিসাবে। এখনো তিনি সেই দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদ-মাদ্রাসাসহ সামাজিক কর্মকাণ্ডে বেশ কয়েকবছর ধরেই যুক্ত রয়েছেন তিনি।

আমার বিক্রমপুরের সাথে আলাপকালে রেজাউর রহমান ডিউক মাঝি বলেন, ‘আসন্ন টংগিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশাকে ধারণ করে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। এবং নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাই সকলের কাছে আমি দোয়া ও রায় প্রত্যাশী’

error: দুঃখিত!