মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শুক্রবার বিকালে আকস্মিক ঝড়ে মুন্সিগঞ্জের মিরকাদিমে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিপর্যয়ে পুরো মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাত সাড়ে ৯টা’র দিকে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৪-৫ ঘন্টা সময় লাগবে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিকাল সাড়ে ৫টা’র দিকে ঝড়ে মিরকাদিম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আশপাশ থেকে টিন উড়ে এসে বিদ্যুৎয়ের তার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলার পুরোটা ও সিরাজদিখানের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। তবে মিরকাদিম গ্রিডে সমস্যা হওয়ায় পুরো মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট গ্রিডের লোকজনসহ পল্লী বিদ্যুৎয়ের লোকজনও কাজ করছে জানিয়ে শেখ মোহাম্মদ আলী বলেন, আশা করি রাত একট থেকে দেড়টার মধ্যে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।