মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস বলেছেন, ৩রা নভেম্বরের জেল হত্যাকাণ্ডে জড়িত খুনিদের হাতে গড়া সংগঠন এবং খুনিদের পৃষ্ঠপোষক ও উত্তরসূরী বিএনপির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই অপশক্তিই বাংলাদেশের অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিবন্ধক।
তিনি বলেন, ৩ নভেম্বরের নৃশংস হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান। ১৫ আগস্ট থেকে ফারুক-রশিদ গং এবং খুনি মোশতাকের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হতো জিয়ার নির্দেশ ও তত্ত্বাবধানে। জেল হত্যাকাণ্ড সংঘটিত হয় খুনি ফারুক-রশিদ, জিয়া-মোশতাকের মিলিত ষড়যন্ত্রে।
গতকাল ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে জেলা শহরের কালিবাড়িতে মুন্সিগঞ্জ জেলা কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, জেলা কৃষক লীগ সভাপতি মহসীন মাখন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ।