মুন্সিগঞ্জ, ২৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলা সম্মেলনের তারিখ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক লীগের একাংশের নেতারা। নিজেদের কেন্দ্রীয় কমিটির সভাপতি (একক) কতৃক সম্মেলন আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা।
শনিবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা শাখার ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় শ্রমিক লীগ নেতা আক্কাস আলী লিখিত বক্তব্য পাঠ করেন। তবে সংবাদ সম্মেলনে দাবিকৃত মুন্সিগঞ্জ জেলা শাখা শ্রমিক লীগের আহবায়ক সোহেল মোল্লা ও সদস্য সচিব শেখ আরফান হোসেন উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জানতে চাইলে আক্কাস আলী জানান, ‘অসুস্থ থাকায় তারা উপস্থিত হতে পারেননি। তবে তারা সংবাদ সম্মেলন সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন।’ জানতে চাইলে সোহেল মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সদস্য সচিব শেখ আরফান হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আক্কাস আলী সংবাদ সম্মেলনে জানান, গেল ২৭ মে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আযম খসরু স্বাক্ষরিত আবুল কাশেমকে আহবায়ক ও সালমান খানকে সদস্য সচিব করে স্বাক্ষরিত জেলা কমিটি বৈধ নয়। তাই ২০১৯ সালের জুলাইতে অনুমোদিত মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সোহেল মোল্লা ও ও সদস্য সচিব শেখ আরফান হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে বৈধ ঘোষণা করে আগামী ১৫ জুলাই (শনিবার) সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা মো. আনোয়ার হোসেন খান, মো. সুমন বেপারী, ইসরাফিল মিয়া, মো. আবুল কাশেম, আব্দুল মতিন মোল্লা, হুমায়ন কবীর, মো. হানিফ মৃধা প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঘোষিত জেলা শ্রমিকলীগের আহবায়ক আবুল কাশেম বলেন, আমি সংবাদ সম্মেলন বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে সে অনুযায়ী আমরা উপজেলা কমিটি করে জেলা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।