মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে সিরাজদিখানে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী আমিনা রহমান মুন্নী।
জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রয়্যালস্ টংগিবাড়ী ফুটবল একাদশ বনাম ড্রিম টাচ্ সিরাজদিখান ফুটবল একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় রয়্যালস্ টংগিবাড়ী ফুটবল একাদশ কে ট্রাইব্যকারে ২-৪ গোলে হারিয়ে ড্রিম টাচ্ সিরাজদিখান ফুটবল একাদশ জয় লাভ করে।
পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে প্রাইজমানি ও ট্রফি এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট, শ্রেষ্ঠ খেলোয়ার ও শ্রেষ্ঠ গোলরক্ষকের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস। এছাড়াও জেলার অন্যান্য সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, জেলা পুলিশের সদস্যবৃন্দসহ ফুটবল প্রেমী ও সকল শ্রেনি-পেশার মানুষ অংশ নেয়।