২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৫৩
জেলা পরিষদ নির্বাচন; সদস্য পদে কে কোন প্রতীক পেলেন জেনে নিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪৫জন প্রার্থীর মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা কোমর বেধে ভোটারের কাছে ভোট প্রার্থনায় ময়দানে নেমে পড়েছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত মহিলা সদস্য ১ নং ওয়ার্ডের এলিজা পারভীন এর প্রতীক হচ্ছে দোয়াত কলম। মোসাম্মৎ হোসনে আরা এর প্রতীক হচ্ছে ফুটবল। ৩নং ওয়ার্ডে আকলিমা বেগমের প্রতীক হচ্ছে বই। জাহানারা বেগমের প্রতীক হচ্ছে দোয়াত কলম। রানু আক্তারের প্রতীক হচ্ছে টেবিল ঘড়ি। ৪নং ওয়ার্ডের আনু আক্তারের প্রতীক হচ্ছে ফুটবল। এড. সামসুন্নাহারের প্রতীক হচ্ছে দোয়াত কলম। ঝর্ণা আক্তারের প্রতীক হচ্ছে টেবিল ঘড়ি। মোর্শেদা বেগম লিপির প্রতীক হচ্ছে বই। ৫নং ওয়ার্ডের ছালেহা বেগমের প্রতীক হচ্ছে ফুটবল। মর্জিনা বেগমের প্রতীক হচ্ছে দোয়াত কলম। সুরাইয়া বেগমের প্রতীক হচ্ছে বই।

সাধারণ সদস্যদের ১নং ওয়ার্ডের আসাদুজ্জামানের প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট। এসএম আলমগীর হোসেনের প্রতীক হচ্ছে হাতি। এসএম মহসিন ভুইয়ার প্রতীক হচ্ছে তালা। মধুসুদন দাসের প্রতীক হচ্ছে টিউবয়েল। ২নং ওয়ার্ডের আলী আহম্মদ এর প্রতীক হচ্ছে হাতি। মো: মাসুদ লস্করের প্রতীক হচ্ছে তালা। মো: রফিকুল ইসলামের প্রতীক হচ্ছে টিউবয়েল। ৩নং ওয়ার্ডের মো: শফিকুল ইসলাম চৌধুরী বাবুর প্রতীক হচ্ছে তালা। মির্জা মোহাম্মদ নেকবরের প্রতীক হচ্ছে হাতি। ৯নং ওয়ার্ডের মো: আজগর হোসেন চঞ্চল বেপারির প্রতীক হচ্ছে টিউবয়েল। মো: মনজুর আলম ছান্নাউল্লার প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট। আনোয়ার হোসেন মনার প্রতীক হচ্ছে তালা। মো: আনিছুর রহমানের প্রতীক হচ্ছে অটোরিক্সা। মো: জসিমউদ্দিনের প্রতীক হচ্ছে হাতি। নবীন কুমার রায়ের প্রতীক হচ্ছে ঘুড়ি।

১০নং ওয়ার্ডের আলহাজ্ব আজিজুল হাসান কাইয়ুমের প্রতীক হচ্ছে তালা। মো: আব্দুল জলিল শিকদারের প্রতীক হচ্ছে হাতি। কাইয়ুম হাওলাদরের প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট। তাজুল ইসলামের প্রতীক হচ্ছে টিউবয়েল। ১১নং ওয়ার্ডের আবদুল বাতেন সেন্টুর প্রতীক হচ্ছে হাতি। গোলাম রসুল সিরাজীর প্রতীক হচ্ছে টিউবয়েল। হাজী মো: আব্দুল করিম মোল্লার প্রতীক হচ্ছে ঘুড়ি। ১২নং ওয়ার্ডের মো: আতাউর রহমান ফরিদের প্রতীক হচ্ছে অটোরিক্সা। মোহাম্মদ আরিফুর রহমানের প্রতীক হচ্ছে উটপাখি। মো: জামাল হোসেনের প্রতীক হচ্ছে তালা। মো: জিয়াউল হাসান বিরিনের প্রতীক হচ্ছে তালা। ১৪নং ওয়ার্ডের আব্দুল মতিন মন্টুর প্রতীক হচ্ছে টিউবয়েল। আল আমিনের প্রতীক হচ্ছে তালা। মো: নাজমুল হোসেনের প্রতীক হচ্ছে হাতি। ১৫নং ওয়ার্ডের মোহাম্মদ আল আমিনের প্রতীক হচ্ছে তালা। মোহাম্মদ মোস্তফা সারওয়ারের প্রতীক হচ্ছে টিউবয়েল। মো: সাইদুর রহমানের প্রতীক হচ্ছে হাতি।

error: দুঃখিত!