নিজস্ব প্রতিবেদকঃ ১৯ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে পাঠানো লিখিত বিজ্ঞপ্তিতে ঘোষনা দেয়া মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ এর নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল গতকাল বিকেলে মুন্সীগঞ্জ শহরে অবস্থিত জেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
তিনি এসময় প্রেসক্লাবে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও প্রেসক্লাবের প্রাসঙ্গিক বিষয়াদির খোজখবর নেন।
এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু ছাড়াও অনলাইন পত্রিকা ‘মুন্সীগঞ্জের সময়’ এর প্রকাশক ও বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি’র জেলা প্রতিনিধি মইনউদ্দিন সুমন, বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএননিউজ এর জেলা প্রতিনিধি নুপুর চৌধুরী, স্থানীয় অনলাইন পত্রিকা মুন্সীগঞ্জ টাইমস এর প্রধান বার্তা সম্পাদক বর্ষন মোহাম্মদ, স্থানীয় অনলাইন পত্রিকা নিউজ অফ মুন্সীগঞ্জের বার্তা সম্পাদক স্বাক্ষর দাস, বেসরকারী টেলিভিশন চ্যানেল, চ্যানেল নাইন এর ক্যামেরাপার্সন সাইফূল ইসলাম কামাল উপস্থিত ছিলেন।