১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:২৪
জেনারেল জিয়ার মরণোত্তর বিচার চান তথ্যমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরকে বেআইনীভাবে হত্যার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল আবু তাহেরের ৩৯ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

এ সময় যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী অপশক্তিকে চিরতরে বিতাড়নের জন্য রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান জাসদ সভাপতি ইনু।

তিনি বলেন, জেনারেল জিয়া তার ক্ষমতা চিরস্থায়ী করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৬ সালের এই দিনে আদর্শবান মুক্তিযোদ্ধা তাহেরকে হত্যা করেন। বীর উত্তম কর্নেল তাহেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক অপশক্তির আমদানী, যুদ্ধাপরাধী-রাজাকারদের পুনর্বাসনও মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করার মতো গভীর ষড়যন্ত্র চরিতার্থ করতে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। কিন্তু কর্নেল তাহের আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও জেনারেল জিয়া তার ক্ষমতা ধরে রাখতে পারেননি।

আলোচনা সভায় জাতীয় শ্রমিক জোট সভাপতি শিরিন আকতার এমপি, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের এমপি, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় নারীজোটের সভাপতি আফরোজা হক রীনা, জাসদ মহানগরের প্রধান সমন্বয়ক মীর হোসেন আখতার প্রমুখ কর্নেল তাহেরের ত্যাগ ও বিপ্লবী আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।