মুন্সিগঞ্জ ২৪ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে জেএসসি/পিইসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ফুল ও খাবার বিতরণ করেছেন ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম।
রবিবার (২৪ নভেম্বর) মিরকাদিমের এনায়েতনগর, কালিঞ্চীপাড়া, গোয়ালঘুন্নী সহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিনি রজনীগন্ধা ফুল, বিরিয়ানি ও পানি বিতরণ করেন।
এ বিষয়ে মনসুর আহমেদ কালাম ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষৎ প্রজন্ম। তাদের সঠিকভাবে পরিচর্যা করা গেলে তারা আরও উন্নত দেশপ্রেমিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে সমাজসেবা করতে পারবে। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ব যথাযথই পালন করতে হবে।’