৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
‘জীবন বেইমান’- চরকেওয়ারে মহিউদ্দিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান জীবনকে বেইমান আখ্যা দিয়ে তাকে সহ তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছেন তাদের ‍দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

আজ বুধবার (১৭ নভেম্বর) বিকালে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের প্রার্থী আফছার উদ্দিন ভূঁইয়ার সমর্থনে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ এসময় বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলো জীবন। আফছুও প্রার্থী হতে আবেদন করেছিলো। কিন্তু মনোনয়ন পায়নি। কিন্তু আফছু আমার কথায় নির্বাচন করেনি। কিন্তু আক্তারুজ্জামান জীবন আমি বলার পরও এবার নির্বাচন করছে।

তিনি বলেন, জীবনের সাথে পৃষ্ঠপোষক যারা আছে তাদের সবার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দুইদিনের আল্টিমেটাম দিয়ে গেলাম। না হয় স্ট্যান্ড রিলিজ করা হবে।

চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ।

error: দুঃখিত!