২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:১৩
জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা
খবরটি শেয়ার করুন:

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে এ শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানোর সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় সেখানে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই তাঁরা জড়ো হন শহীদ জিয়ার সমাধিস্থলে। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেবেন খালেদা জিয়া।

error: দুঃখিত!