মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২১, জাহাঙ্গীর চমক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে “নো-মাস্ক, নো-সার্ভিস” সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও মূল্য তালিকা না থাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সিরাজদিখান বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বাজার মনিটরিং করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া মাস্ক ছাড়া ব্যক্তি ও মূল্য তালিকা দোকানে না টাঙানোয় ১০ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
নিয়মিত কাজের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত করা হয়েছে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম জানান।