মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২২, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কনকসার ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস বেপারীর সভাপতিত্বে মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাদবর ও লৌহজং সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক তুহিন বেপারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন, সদস্য আনোয়ার হোসেন চাঁন মিয়া, রফিকুল ইসলাম ঢালী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী আহমেদ মোস্তাক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, সহ সম্পাদক রাসেল আলম রাজু, আওয়ামী লীগ নেতা শেখ মো. শাহীন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে কাঙ্গালি ভোজের মধ্যে দিয়ে শোক সভার সমাপ্তি হয়।