মহান স্বাধীনতার স্থপতি, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের মিরকাদিমে প্রবাসী পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ।
১৫ আগষ্ট বিকেলে সদর উপজেলার মিরকাদিমে ‘চাইল্ড হ্যাভেন’ কিন্ডারগার্টেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওকাপের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় আরও বক্তব্য দেন, ওকাপের মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব, স্থানীয় প্রবাসী পরিবারের সদস্য কনিকা পারভীন, স্বেচ্ছাসেবক অপু ভূইয়া প্রমুখ।