মৃুুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
মুন্সিগঞ্জের নয়াগাওয়ে ধলেশ্বরী নদীর পাড়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।
মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. বেনজির আহম্মেদ এ খবর নিশ্চিত করেন।
গত সোমবার তিনি জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে চারটি গ্রুপে ১৬ টি করে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করা হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এই মূল্যায়ন করে।
শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হওয়ার পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬টি ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেছেন। হামদ- নাথের খ গ্রুপে জেলায় প্রথম হয়েছে জান্নাতুল ফেরদৌস সারা, উপস্থিত ইংরেজি বক্তব্যে প্রথম হয়েছে কানিজ ফাতমা জান্নাতি, কবিতা আবৃত্তিতে প্রথম আফরিন আজাদ, বিতর্কে আইমান শেখ এবং স্কুল পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ইয়ামনি। অন্যদিকে, কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের কলেজ শিক্ষার্থী পূজা দেবনাথ।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শাহ আলম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখা। সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিগত বছরগুলোতে বেশ কয়েকবার প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছিলো। এবারও শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।