১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:৫৬
জাতীয় চার নেতা মৃত্যুর মুখেও আদর্শ হতে বিচ্যুত হননি- মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘জাতীয় চার নেতা মৃত্যুর মুখেও আদর্শ হতে বিচ্যুত হননি। তারা শিখিয়ে গেছেন মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে কিভাবে নিজের আদর্শের উপর অটল থাকতে হয়।’- এ কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আজ বুধবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ পৌরসভার কালিবাড়ি এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপি, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, আওলাদ হোসেন প্রমুখ।

error: দুঃখিত!