১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:৪৫
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
খবরটি শেয়ার করুন:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

বায়তুল মুকাররম মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

আজ চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আযহা পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে ৩ সেপ্টেম্বর পালিত হবে ঈদুল আযহা।

আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়। আজ জিলক্বদ মাসের ২৯ তারিখ। সন্ধ্যায় পশ্চিমাকাশে চাঁদ দেখা গেলে ২৯ দিনেই শেষ হবে জিলকদ মাস। সে হিসেবে ২ সেপ্টেম্বর সারাদেশে ঈদুল আযহা পালিত হবে। আর জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হলে আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। তখন ৩ সেপ্টেম্বর পালিত হবে ঈদ। ঈদ কবে হবে সেজন্য আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, ঈদের তারিখ নির্ধারণে সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে পর্যালোচনা করার পর ঈদের তারিখ নির্ধারণ করবে চাঁদ দেখা কমিটি।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

error: দুঃখিত!