২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:০৫
জলাধার ভরাট; সাবেক ইউপি চেয়ারম্যানকে ১ লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জলাধার ভরাটের অভিযোগে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান নুর হোসেন বেপারিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. রাসেদুজ্জামান।

ইউএনও জানান, কাঠাদিয়া গ্রামে নির্মিত একটি সেতুর পানি প্রবাহের জায়গা ও জলাধার ভরাট করছিলো নূর হোসেন বেপারী নামের ঐ ব্যাক্তি। এতে সেখানকার সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাদের প্রথমে ভরাট বন্ধের নির্দেশনা দেওয়া হয়। তবে তা উপেক্ষা করেই তারা ভরাট কাজ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তি ১ লাখ টাকা জরিমানা পরিশোধ করেছে। আগামীকালকের মধ্যে ভরাটকৃত বালু অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন ও টংগিবাড়ী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!