২২ ডিসেম্বর ২০১৮ইং, আমার বিক্রমপুর
শিহাব আহমেদঃ মাত্র ২০ হাজার টাকায় জর্ডান গিয়ে প্রতিমাসে ২০ হাজার টাকা বেতনের আশায় জর্ডান গিযে অসুস্থ ও নিজের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে দেশে ফিরে এসেছেন মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ময়না।
খোজ নিয়ে যানা যায়, ২০১৫ সালের জুন মাসে স্থানীয় দালালের মাধ্যমে ২০ হাজার টাকায় জর্ডান যান। দালাল তাকে কথা দিয়েছিলো জর্ডানে তিনি প্রতি মাসে ২০ হাজার টাকা পাবেন। কিন্তু ২ বৎসর জর্ডানে থাকলেও ঠিকমত বেতন পাননি ময়না।
ময়নার পরিবারের সাথে কথা বলে জানা যায়, দেশে ফেরৎ আসার পরে ময়নার বড় আকারের মানসিক পরিবর্তনের বিষয়টি তারা লক্ষ্য করেন। এরপরে ময়না নিজে থেকেই তাদের জানান তিনি শারীরিকভাবেও ভীষণ অসুস্থ। এ কারনেই জর্ডানে ময়নার মালিক নিজের খরচে তাকে বাংলাদেশে ফেরৎ পাঠান।
ময়নার দাবি তিনি আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য জর্ডানে গেলেও উল্টো তিনি ঋণের বোঝা নিয়ে দেশে ফিরেছেন।
অভিবাসীদের অধিকার ও তাদের নিরাপত্তার বিষয়ে সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন ময়নার পরিবার।