১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩৯
জরুরী অবস্থা মোকাবেলায় হঠাৎ দুই মন্ত্রী মুন্সীগঞ্জে
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদশনে আসেন দুই মন্ত্রী। রোববার বেলা ২ টার দিকে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম ও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান লৌহজংয়ের মাওয়ার পদ্মাসেতু প্রকল্প এলাকা ভাঙন ও হলদিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের ভাঙন এলাকা পরিদর্শন করেন।

পানি সম্পাদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, খড়িয়া এলাকায় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হবে আজ বিকেল থেকে। আর ড্রেজিংয়ের কারণে স্রোত এসে পদ্মা প্রকল্প এলাকায় ভাঙ্গন ধরিয়েছে। পরিস্থিতি কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল করতে পারেছে না। তবে দুটি শক্তিশালি ফেরী চলাচল করছে। চায়নার বিম হাইড্রো মেশিন দিয়ে আগামী কাল ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে।

এসময় মন্ত্রীদ্বয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উধ্বতর্ন কর্মকর্তাবৃন্দ।

error: দুঃখিত!