মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার ফার্স্ট লুক। এতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মুন্সিগঞ্জের শেখ ফরিদ পলক।
সাবেক নৌপরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের কাহিনী অবলম্বনে ২০২১-২০২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করছেন খ.ম. খুরশীদ।
‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মত অভিনয়ের সুযোগ পেয়েছেন শেখ ফরিদ পলক। ফেসবুকে পলকের লুকসহ পোষ্টার শেয়ার করার পর প্রশংসায় ভেসেছেন তিনি।
পলক জানান, জয় বাংলা ধ্বনি সিনেমার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। বলতে পারেন নিজেকে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় তুলে ধরতে পেরে আমি খুব উত্তেজিত। এখানে একেবারে নতুন দুই লুকে দর্শক আমাকে দেখতে পাবে।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে চিত্রনায়ক নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক। পার্শ্ব চরিত্রে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শেখ ফরিদ পলক ও আসমা ঝিলিক।
এছাড়াও চলচ্চিত্রটিতে দেশ বরেণ্য অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। শীঘ্রই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।