মুন্সিগঞ্জ, ৬ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী মারা গেছেন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য কর্মী-সমর্থক ও গুণগ্রাহী রেখে গেছেন।
তোতা মিয়া মুন্সী প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন ১৯৯৮ সালে। এরপর থেকে ইউনিয়নটিতে টানা নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২১ সালের ২৮ নভেম্বর আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হন তিনি। জনপ্রিয় এই জনপ্রতিনিধি বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ ইউপি নির্বাচনের আগে তিনি পদ স্বেচ্ছায় ছেড়ে দেন। তার জনপ্রিয়তার কারনে গত ৫টি ইউপি নির্বাচনে বজ্রযোগিনী ইউনিয়ন থেকে অন্য কোন দলীয় বা স্বতন্ত্র প্রার্থী সুবিধা করতে পারেননি।
তোতা মুন্সীর ছোট ভাইয়ের ছেলে জুনায়েদ মুন্সী জানান, চাচা নির্বাচনের পর থেকেই অসুস্থ ছিলেন। তার স্পাইনাল কর্ডের টিউমার ছিলো। সেটির অপারেশনের পর তার দুই পা প্যারালাইজড হয়ে যায়। সেখান থেকেই আরও বিভিন্ন শারিরীক জটিলতা নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আড়াইটার দিকে মারা যায় সে।
তিনি জানান, আগামিকাল সকাল ১০ টা’য় বজ্রযোগিনী হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে উত্তর নাহাপাড়া জামে মসজিদ কবরস্থানে দাফন করা হবে।