১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে ছাত্রীর নগ্ন ছবি নেটে ছড়িয়ে দিল লন্ডন প্রবাসী
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে এক লন্ডন প্রবাসী। বিভিন্ন মোবাইল ফোন ও কম্পিউটারে এগুলো ছড়িয়ে পড়ায় উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।

মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী দু’বার আত্মহত্যা করতে গেলেও পরিবারের লোকজনের চোখে পড়ে যাওয়ায় কোনো অঘটন ঘটেনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বুধবার রাতে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কিন্তু ওই এলাকার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় পর্যায়ের একজন প্রভাবশালী নেতার চাপে পুলিশ এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম উপযুক্ত ব্যবস্থা নিতে শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। কিন্তু প্রধান অভিযুক্ত লন্ডনে থাকায় আইনগত জটিলতা রয়েছে।

error: দুঃখিত!