২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩৯
ছাত্রলীগ থেকে ‘ব্যবসায়ী’ নেতাকে বহিস্কার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অর্থ জালিয়াতি মামলায় কারাগারে থাকা বিক্রমপুর ফ্যাশন হাউজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে বহিস্কার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে’ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

প্রসঙ্গত, গেল ২৮ মে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাদনিন ফেব্রিক্স এর কর্ণধার সোহেল আহমেদের দায়ের করা অর্থ জালিয়াতি মামলায় (১০৪৯/২২) বিক্রমপুর ফ্যাশন হাউজের কর্ণধার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন ইমনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ইমন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের রাণীগাঁও গ্রামের মো. জলিল বয়াতির ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

error: দুঃখিত!