মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
স্বেচ্ছায় ছাত্রলীগের পদ ছাড়লেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের প্যাডে নিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শিহাব আহমেদ জানান, স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এই পদ থেকে পদত্যাগ করেছি। আমার অবর্তমানে আমার এই দায়িত্ব পদাধিকার বলে সংগঠনের উপ দপ্তর সম্পাদক পালন করবেন।
তিনি বলেন, সংগঠনের প্রতি আমার কোন ধরনের অভিযোগ বা অনুরাগ নেই। শুধুমাত্র একান্ত ব্যক্তিগত-মানসিক ও পারিবারিক অনিবার্য কারণে এই সিদ্ধান্ত। আজ এখন এই মুহুর্ত থেকে আমার সাথে কোন দল, ব্যক্তি বা সংগঠনের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমার ব্যক্তিগত ও পেশাগত সকল কর্মকাণ্ডের দায়ভার শুধু আমার। অন্য কারও নয়। পূর্বের সকল রাজনৈতিক কর্মকান্ড আজ থেকে শুধুমাত্র অতীত।