মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদে ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ পাভেলকে নির্বাচিত করা হয়েছে। এ খবর সোমবার মুন্সীগঞ্জে ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দিয়েছে।
১৯ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এন.আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ছাত্রলীগ নেতা কর্মীরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনায় ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে উঠেছে। এখন দলের সাংগঠনিক কর্মকান্ড আরও শক্তিশালী হয়ে উঠবে।
এছাড়া মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ এবং সাধারন সম্পাদক পারভেজ পাপ্পু, শ্রীনগর উপজেলা সভাপতি আজিম হোসেন এবং সাধারন সম্পাদক জাকির হোসেন এর নাম বিজ্ঞপ্তিতে ঘোষনা করা হয়েছে।
অপরদিকে একই বিজ্ঞপ্তীতে শ্রীনগর রকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইলাম রাব্বি ও সাধারণ সম্পাদক জহিরুল ইলাম লিমনের নামও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এদিন প্রার্থী বেশী থাকা ও জটিলতা দেখা দিতে পাওে আশঙ্কায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা থেকে বিরত থাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।