মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাফসান জয় সাকিব (২৩) কে খুজছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাকিব পঞ্চসার, রামপাল ও মিরকাদিম ভিত্তিক মাদক ব্যবসার বড় নিয়ন্ত্রক। মূলত সাকিবের হাত ধরেই এ অঞ্চলগুলোতে ইয়াবা, ফেনসিডিল কেনাবেচা হয়ে থাকে।
মাদক ব্যবসা ছাড়াও সাকিবের বিরুদ্ধে সন্ত্রাস-নাশকতা ও সরকারবিরোধী বেশ কয়েকটি কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
এর মধ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় সাকিবের নেতৃত্বে দূর্গাবাড়ী এলাকায় ছাত্রদল ও শিবিরের কর্মীরা গাড়ী ভাংচুর করে। পুলিশ সেখান থেকে ৪ জন গ্রেফতার করলেও সাকিব রয়ে যায় ধরাছোয়ার বাইরে।
চলতি বছরের জুলাই মাসে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় সোহাগ (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর পথরোধ করে মোটরবাইক ছিনতাই করে এই সাকিব।
পুলিশের নাগালের বাইরে গিয়ে ধীরে ধীরে অারও বেপরোয়া হয়ে উঠে সাকিব।
অক্টোবরের প্রথম সপ্তাহে পঞ্চসারের পেট্রলপাম্প এলাকার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৪জন শিক্ষার্থীকে বেধড়ক পেটায় সাকিব।
এরপর থেকে বর্তমানে পলাতক অাছে ছাত্রদল নেতা সাকিব।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) ইউনুচ অালী বলেন, ‘সাকিবের বিরুদ্ধে অামার কাছে অনেক অাগে থেকেই অভিযোগগুলো ছিলো। তবে ও ধুরন্ধর প্রকৃতির হওয়ায় পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে এবার অার ছাড় দেওয়া হবেনা। অপরাধের সাথে জড়িত সে যেই হোক তাকে অাইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হবে।’
তিনি এসময় সাকিব কে এলাকায় দেখা গেলে তাকে তথ্য দিতে পরামর্শ দেন।
ওসি ডিবি- 01713373402