মাগুরায় মোবাইল ফোন চুরির ‘অপবাদ দিয়ে’ মধ্যবয়সী এক ব্যক্তির মাথার চুল কেটে এবং গলায় জুতা ঝুলিয়ে পিছমোড়া করে বেঁধে মরধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। নির্যাতনে আহত তোতা মিয়াকে (৪০) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান।
মাগুরা শহরের পূর্ব খালকুলপাড়ার বাসিন্দা তোতা মিয়া স্থানীয় পুরান বাজারে মাংসের দোকানে কাজ করেন।
আটক চারজন হলেন- শহরের পারলা পশ্চিমপাড়ার আরমান, শাহিন, আল-আমিন ও তুহিন।
তোতা মিয়ার বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার রাত সাড়ে ১০টা দিকে তোতা শহর থেকে বাড়ি ফেরার সময় ঢাকা রোড এলাকায় ওই যুবকরা তাকে ধরে মোবাইল ফোন চুরির কথা বলে পেটানো শুরু করে।
“পরে তার মাথার চুল কেটে, বাড়ুন ও জুতা গলায় ঝুলিয়ে পিছমোড়া করে বেঁধে প্রায় একঘণ্টা ধরে নির্যাতন করে তারা। এক পর্যায়ে তারা তোতাকে শহরতলীর পারলা স্কুলের পাশে নির্জন বাঁশ বাগানে দিকে নিয়ে যেতে থাকে।”
পুলিশ সুপার এহসান উল্লাহর নেতৃত্বে পুলিশের তিনটি টহল গাড়ি শহরের মীরপাড়া মোড় দিয়ে যাওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে। পরে চার যুবককে আটক করে তোতা মিয়াকে উদ্ধার করা হয় বলে তারিকুল জানান।
নির্যাতিত তোতা মিয়া থানায় সাংবাদিকদের বলেন, আটক যুবকরা মারধরের পর তাকে ‘হত্যা করতে’ বাঁশ বাগানে নিয়ে যাচ্ছিল।
আটক চার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুপার এহসান জানান।
সূত্র: বিডিনিউজ