৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
চিনির দাম বেশি রাখায় দুই দোকানিকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে চিনির দাম বেশি রাখায় দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

আজ সোমবার দুপুর ১২ টা’র দিকে টংগিবাড়ি বাজার এলাকায় চিনির পাইকারি ও খুচরা দোকানসমূহে মনিটরিং করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, বারেক স্টোরে মনিটরিংকালে দেখা যায়, এক কেজির চিনির প্যাকেটের এম আর পি ৯৫ টাকা কিন্তু ১১০টাকা কেজি দামে এক কেজির চিনির প্যাকেট বিক্রি করা হচ্ছে। এছাড়া জর্দার রং নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। এসময় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শহীদ স্টোরে মনিটরিং কালে দেখা যায়, এক কেজি চিনির প্যাকেটের এম আর পি ৯৫টাকা কিন্তু ১১০ টাকা করে এক কেজি চিনির প্যাকেট বিক্রি করা হচ্ছে। এছাড়া দোকানটি থেকে বিপুল পরিমাণ খালি চিনির প্যাকেট উদ্ধার করা হয়। যেগুলো প্যাকেট কেটে বেশি দামে বিক্রি করা হয়েছে। দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

error: দুঃখিত!