বিশ্বের জনপ্রিয় সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট পানীয় ‘চা’ বাজারজাতকরণ প্রতিষ্ঠান ইস্পাহানী মির্জাপুর চা কোম্পানির ‘ইস্পাহানী মির্জাপুর ভালোবাসার ট্যুর’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় ‘শান্তি ও ভালোবাসার দ্বীপ’ হিসেবে পরিচিত বালিতে যাচ্ছেন মুন্সিগঞ্জ শহরের জমিদাপাড়ার বাসিন্দা দীপায়ান চক্রবর্তী দীপ।
মাত্র ২০ বছর বয়সী সদ্য তরুণ দীপের কাছে সঙ্গী হিসেবে কাকে সাথে নিবেন জানতে চাইলে তিনি জানিয়েছেন সঙ্গী হিসেবে সবচেয়ে ভালোবাসার মানুষ তার মা কে সঙ্গে নিচ্ছেন।
দীপ জানান, সব ঠিকঠাক থাকলে অাগামী এপ্রিলে তাদের ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্য যাত্রার কথা রয়েছে। তাদের সকল ধরনের খরচই বহন করবে ‘ইস্পাহানী মির্জাপুর চা’ কতৃপক্ষ।