মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘চায়ের দোকানে বসে গিবত না করে মানবপাচার নিয়ে আলোচনা করতে হবে। মানবপাচার ঢেকাতে সমাজের সকলের মাঝে সচেতনতার বার্তা পৌছে দেয়াও আমাদের অন্যতম সামাজিক দায়িত্ব’ অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ আয়োজিত ‘মহাকালি ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি’র সাথে মতবিনিময় সভা শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রোববার (১৮ অক্টোবর) মহাকালি ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ এই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাকালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ।
অনুষ্ঠানে ওকাপের কার্যক্রম ও মানবপাচার প্রতিরোধ কমিটির প্রেক্ষাপট তুলে ধরেন ওকাপ মুন্সিগঞ্জের মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্দুল বাতেন, ইউপি সদস্যবৃন্দ, পরিবার কল্যান সহকারি, স্বাস্থ্য পরিদর্শক, কৃষি উপ-সহকারি কর্মকর্তা, আনসার ভিডিপি ইউনিয়ন লিডার, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ইমাম, তথ্য উদ্যোক্তা, নিকাহ রেজিষ্টার (কাজী), এনজিও প্রতিনিধি, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।