২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৩৬
চালু হলো না শিমুলিয়া- মাঝিকান্দি রুটে ফেরি চলাচল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌ রুটে পরীক্ষামূলক ফেরি চলাচলের পর নাব্যতা সংকট নিরসণ না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের পর মাঝিকান্দি ঘাটে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান বিআইডব্লিউটিসির পরিচালক এস এম আশিকুজ্জামান।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে আজ ফেরি চালিয়ে দেখা হয়েছে। এই রুটে নাব্যতা সংকট রয়েছে। বিআইডব্লিউটিএ কতৃপক্ষ ড্রেজিং অব্যাহত রেখেছে। ১ সপ্তাহ পর তাদের কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর পুনরায় ফেরি চালিয়ে দেখা হবে। সফল হলে এই রুটে ফেরি চলাচল শুরু করা হবে।

এর আগে বেলা ১২ টা ৪৫ মিনিটের দিকে ৪৭ টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি কুঞ্জলতা। দুপুর ১ টা ৫৫ মিনিটের দিকে ফেরিটি মাঝিকান্দি ঘাটে পৌছায়।

দুপুর দেড়টার দিকে ঘাটের অদুরে ফেরিটি নাব্যতা সংকটের মুখে পড়ে আটকে যায়। পরে ১০ মিনিটের চেষ্টায় ফেরিটি পুনরায় চলাচল শুরু করে।

error: দুঃখিত!