মুন্সিগঞ্জ, ২২ জানুয়ারি, ২০২৩, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে চাঁদাবাজের তালিকায় এক যুবলীগ নেতার ভাইয়ের নাম থাকায় পুলিশ ও চেয়ারম্যানের সামনে এক ইউপি সদস্যকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত হুমকিদাতা হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল গাইন (৩৬)।
ভুক্তভোগী ইউপি সদস্য বাবু হাওলাদার অভিযোগ করে জানান, ‘আজ রোববার সকালে হাসাইল নদী থেকে এক চাঁদাবাজকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে ওই চাঁদাবাজকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে এলাকাবাসী। এরপর হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ ইউনিয়ন পরিষদে এসে জনসম্মুখেই চিহ্নিত চাঁদাবাজদের তালিকা দিতে বলেন। এ সময় ওই তালিকার মধ্যে যুবলীগ নেতা ইকবালের চাচাতো ভাই নাজমুল গাইন এর নাম থাকায় পুলিশের সামনেই চেয়ারম্যানের উপর ক্ষীপ্ত হন ইকবাল। এ সময় আমি প্রতিবাদ করায় আমার উপরও ক্ষীপ্ত হয়ে ইকবাল গাইন, আহমদ গাইন ও এরশাদ গাইন আমাকে খুন-জখমের হুমকি দেয়। আমার জীবনের নিরাপত্তার জন্য আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি যাহার নং ৯৯৬।’
অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল বলেন, ‘আমি তাকে হুমকি দেইনি। আজ একজন নদীতে চাঁদাবাজ ধরা পরছে। আমার এক নিরীহ আত্মীয়ের নাম আসায় কথা কাটাকাটি হয়েছে।’
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।