চাঁদপুর রেলস্টেশনে একটি ট্রেন থেকে ১০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে, যিনি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন বলে রেল পুলিশ জানিয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ওই যাত্রীকে আটক করা হয়।
মৃদুল চন্দ্র ধর (৪০) নামের ওই ব্যক্তির কাছ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়; প্রতিটি বারের ওজন ১০ ভরি করে।
“আটক মৃদুলের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানায়। তিনি সোনার বারগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর থেকে তার লঞ্চে করে ঢাকায় যাওয়ার কথা ছিল”, বলেন ওসি।
ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জিআরপি থানা পুলিশ মেঘনা এক্সপ্রেসের যাত্রীদের তল্লাশি করে।
এ সময় মৃদুলের সঙ্গে থাকা ব্যাগে সোনার বারগুলো পাওয়া যায়।
মৃদুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।