শুটিং শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে ডাবিং। টানা আরো ২০ দিন চলবে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবিরডাবিং। ডাবিং করা হচ্ছে সাউন্ড বক্স স্টুডিওতে।
রেদওয়ান রনি বলেন, ‘এক সপ্তাহ ধরে ‘আইসক্রিমে’র ডাবিং করছি। ডাবিংয়ের অংশগুলো খুব মনযোগ দিয়ে করবার চেষ্টা করছি। ডাবিং শেষ হলে ছবির বাকি কাজ শেষ করে সেন্সরে জমা দেবো। আশা করছি ঈদুল আজহায়র পর মুক্তি দিতে পারবো’।
ছবিটিতে নবাগত তুশির বিপরীতে অভিনয় করেছেন উদয় ও রাজ। ঢাকা, সাভার, সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে।