মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় মুন্সিগঞ্জের চরকেওয়ারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান জীবন কে সাময়িকভাবে বরখাস্ত করেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আজ রোববার (২১ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আল্টিমেটাম দেওয়ার পরও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্তারুজ্জামান জীবনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে মদদদাতা হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন গাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গজনবী কে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
লুৎফর জানান, তাদেরকে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটা জানতে চাওয়া হয়েছে।