৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
চরকেওয়ারে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আক্তারুজ্জামান জীবন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তৃতীয় দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরকেওয়ার ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়ার নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান জীবন।

তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। আওয়ামী লীগের নেতা হয়েও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

জানা যায়, এর আগে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আক্তারুজ্জামান জীবন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া। তবে দল আক্তারুজ্জামান জীবনকে মনোনয়ন দিলে আফসার উদ্দিন ভূঁইয়া দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান। কিন্তু এবার আওয়ামী লীগ আফসার উদ্দিন ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন আক্তারুজ্জামান জীবন। তার এমন সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আমরা যারা আওয়ামী লীগ করি তাদের কাছে দলের সিদ্ধান্ত সবসময় শিরোধার্য। কিন্তু যারা মনেপ্রাণে আওয়ামী লীগ করে না তারা নিজের স্বার্থে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চরকেওয়ার ইউপি নির্বাচনে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান জীবন বলেন, স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা আমাকে প্রার্থী করেছে। তাদের ইচ্ছায়ই আমি প্রার্থী হয়েছি। দল আমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলেও আমার তাতে আপত্তি নেই। আমি নির্বাচন করবো।

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা বলেন, আওয়ামী লীগের পদ-পদবি আছে এরকম যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারা যদি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেন তাহলে তাদের স্বাগত জানাবে জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে গতকাল সভা শেষে সিদ্ধান্ত হয়েছে। আর যদি তারা শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয় তাহলে তাদের বিরুদ্ধে বহিস্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করবে জেলা আওয়ামী লীগ।

error: দুঃখিত!