মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া গণসংযোগ করেছেন।
গতকাল শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে ইউনিয়নের কদমতলী, নলবুনিয়াকান্দি, ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে এ গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য সৈয়দ জমাদার, চরকেওয়ার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল ভূইয়া, আব্বাস পেসকার, সেরাজ উদ্দিন গাজী, নজরুল ইসলাম হাওলাদার, মোশারফ ভূইয়া, দেলোয়ার গাজী, গনি কাজী, মজিবুর মোল্লা, অহিদুল ইসলাম প্রমুখ।
গণসংযোগকালে আফসার উদ্দিন ভূইয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপনাদের দোয়ায় আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করুন। তিনি আরও বলেন, আমি সবসময়ই আপনাদের পাশে থাকবো।