মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে আহত দুইজনকে পুলিশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
গতকাল শুক্রবার রাত সোয়া ৯টা’র দিকে চরকেওয়ার ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কদমতলী এলাকার মরণ আলী সরকারের ছেলে মন্টু সরকার (৫৪) ও তার ছেলে শাহিন সরকার (৩০)।
মুন্সিগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর মো. ফরিদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
আহত মন্টু সরকারের অভিযোগ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন চেয়ারম্যান আফছার উদ্দিন ভূইয়ার নির্দেশে ঢাকায় বিএনপি কর্মীদের যাওয়া ঠেকাতে গতকাল আমরা আওয়ামী লীগের লোকজন নিয়ে মাঠে মাঠে প্রচারণা করি। এর জের ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কাজির নেতৃত্বে এই হামলা করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কাজি বলেন, প্রকৃতপক্ষে এরা বিএনপি সমর্থক। গতকাল আমরা বিএনপি বিরোধী বিক্ষোভ করতে গেলে তারা দৌড়ে পালানোর সময় নিজেরাই হুড়োহুড়ি করে আহত হয়েছে।