১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:০৬
টংগিবাড়ীর কামারখাড়ায় দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার হিসাবে ৫শ ২টি দুঃস্থ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে কামারখাড়া বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তারের তত্ববধানে এ চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হালাদার সহ অন্যান্যরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার বলেন, এসব চাল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বিতরণ করা হচ্ছে। অন্য কারো পক্ষ থেকে নয়। বন্যা কবলিত সকলের জন্য ধারাবাহিক ভাবে সরকারি বরাদ্দের ত্রাণ পৌছে দেওয়া হচ্ছে। এব্যাপারে কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা কবলিতদের দূর্ভোগ লাগবে উপজেলা প্রশাসন সার্বক্ষনিক মনিটরিংয়ের মাধ্যমে যথাযর্থ উদ্দ্যোগ নিচ্ছে।

error: দুঃখিত!