মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা-ভালোবাসা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা বলেছেন- ‘বিএনপির যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এখনো পৌছাতে পারিনি। সেই লক্ষ্যে আমরা তখনই পৌছাতে পারবো যখন শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, তিনি যেভাবে রাজনীতি করতেন ঠিক সেভাবে আমাদের সকল নেতাকর্মী প্রতিটি ঘরে ঘরে যেয়ে প্রতিটি মানুষের খোঁজখবর নিয়ে তাদের হৃদয় অর্জন করে, তাদের আস্থা-ভালোবাসা অর্জন করে একটি গণতান্ত্রিক নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারবো- সেইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফলতার স্তরে পৌছাতে পারবে। সেই সফলতার জন্য যুবদলকে আরও অনেক পরীক্ষা দিতে হবে।’
শনিবার বিকালে গজারিয়া উপজেলার টেংগারচরে উপজেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে আমাদের যে অর্জনের লক্ষ্য সেটি পুরোপুরি অর্জন করতে পারিনি। আপাতত অর্জন এইটুকু আমরা স্বৈরাচারি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। এক্ষেত্রে সব সফলতা আমাদের নয়। আমাদের দেশের ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীছাড়াও দলমত নির্বিশেষে সবার ঐক্যমতের ভিত্তিতেই আন্দোলনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে।’
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মুজিবর রহমান দেওয়ান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না।
গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জালালউদ্দিন রিমু।