৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
গুলিস্তানে স্যানেটারি পণ্য আনতে গিয়ে লাশ হলেন মুন্সিগঞ্জের তারেক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন স্যানেটারি মার্কেটে নির্মানাধীন নিজ বাড়ির স্যানেটারি পণ্য আনতে গিয়ে নিহত হয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়ার আবু জাফর সিদ্দিক তারেক (৩৩)। তারেকের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসী শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন।

গতকাল মঙ্গলবার বিকালে চাচাতো ভাই আওলাদ (২৫) কে নিয়ে তিনি সেখানে যান। এরপর ভবনটির দ্বিতীয় তলায় ক্যাফে কুইন রেষ্টুরেন্টে ইফতারের প্রস্ততি নিচ্ছিলেন তারা। দুজনেই তারা শবে বরাতের নফল রোযা রেখেছিলেন।

হঠাৎয়ই বিস্ফোরণে মৃত্যুর মুখে ঢলে পড়েন তারেক। সাথে থাকা আওলাদের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।

নিহত আবু জাফর সিদ্দিক তারেক (৩৩) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি (পশ্চিম পাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক খোকার ছেলে।

নিহতের বড় ভাই পুলিশ সদস্য মো. মাসুদ জানান, নির্মানাধীন নিজ বাড়ির স্যানেটারি পণ্য আনতে গিয়ে ক্যাফে কুইন রেষ্টুরেন্টে ইফতারের প্রস্তুতির সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা গেছেন তারেক। তারেকের সাথে থাকা তার চাচাতো ভাই আওলাদ (২৫) বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুরে গেছে। আওলাদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। তিনি জানান, বুধবার সকাল ৮টা’র দিকে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবু জাফর সিদ্দিক তারেকের জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় তারেকসহ মুন্সিগঞ্জের ২ জন ঘটনাস্থলেই নিহত হন।

গতকাল মঙ্গলবার রাতে ভবন থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মধ্যরাত ৩টা’র দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ সকালে নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

অপর নিহত হলেন- মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার মৃত সমির আখন্দের ছেলে মাঈনউদ্দিন আখন্দ (৫০)। তিনি ক্যাফে কুইন স্যানেটারি মার্কেটের একটি স্যানেটারির দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। বিস্ফোরণের সময় তিনি দোকানেই বসা ছিলেন বলে তার ভাতিজা হামিদুর রহমান জানিয়েছেন। তিনি জানান, বুধবার সকাল ৭ টা’র দিকে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে মহিউদ্দিন আখন্দের মরদেহ দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, পুরান ঢাকার সিদ্দিক বাজারে ক্যাফে কুইন স্যানেটারি মার্কেট ভবনে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চারজন, আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে ৮জন গুরুতর দগ্ধ হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

error: দুঃখিত!