দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শিক্ষকতা পেশার পাশাপাশি নিয়মিতই গান ও অভিনয় করছেন তিনি। গান যেমন খুব বেছে বেছে অল্প সংখ্যক করছেন, তেমনি মানসম্পন্ন ও বিশেষ নাটকগুলোতেই কেবল অভিনয় করছেন তাহসান। তবে এসব নাটকের মধ্যে গত কয়েক বছরে অভিনেতা হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। গান, অভিনয়, বর্তমান ব্যস্ততাসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তাহসান। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কেমন আছেন? কোথায় আছেন?
-বেশ ভাল আছি। ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সময়। তবে এখন বাসাতেই একটু অবসর সময় কাটানোর চেস্টা করছি।
ঈদ কেমন কেটেছে?
-আমি ঈদ ঢাকাতেই করি। এবারও তাই হয়েছে। পরিবারের সঙ্গে ভালই কেটে গেছে ঈদ।
এবারের ঈদে আপনার নতুন নাটক প্রচার হয়েছে বেশ কয়েকটি। সাড়া কেমন পেয়েছেন?
-বেশ ভাল সাড়া পেয়েছি। কারণ, আমি কম সংখ্যক কাজ করি। বিশেষ করে দেখা যায় ঈদসহ উৎসবেই নাটকগুলো প্রচার হয়। এবার ‘অ্যাংরি বার্ড’, ‘অভিমান পর্ব’, ‘সুখের ছাড়পত্র’ এবং ‘স্টোরি অব থাউজেন্ড’-এ চারটি নাটকে অভিনয় করেছি। সবক’টি নাটকের সাড়াই ভাল পেয়েছি। তবে ‘অ্যাংরি বার্ড’ এবং ‘সুখের ছাড়পত্র’ নাটক দুটির সাড়া বেশি ছিলো।
নতুন গানের কি খবর?
-‘অ্যাংরি বার্ড’ নাটকে ‘প্রেম তুমি’ শিরোনামের একটি গান করেছি। এ গানটির সাড়া অনেক ভাল পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। এর বাইরে সম্প্রতি একটি দ্বৈত গান করেছি। ‘অনুভবে তুমি’ শিরোনামের এ গানটি আমার সঙ্গে গেয়েছে পূজা। এর ভিডিও খুব শিগগিরই প্রকাশ হবে। এর বাইরে ‘মুসাফির‘ ছবির জন্য একটি গান করেছি। এটি আমার স্টাইলের গান নয়। একটু আলাদা প্যাটার্নের। এর সুর-সংগীত করেছেন নাভিদ।
ঈদের নতুন গান কি শোনা হয়েছে?
-সত্যি বলতে তেমন একটা শোনা হয়নি। অনেকের অ্যালবাম প্রকাশ পেয়েছে সেটা জেনেছি। তবে সিডির দোকানেও নতুন সিডি চোখে পড়েনি। আবার ইউটিউবেও তেমন উল্লেখযোগ্য সংখ্যক নতুন গান পাইনি । এর অবশ্য অনেক কারণ আছে।
কি কারণ আছে বলে মনে হয় আপনার?
-আগে একটি অ্যালবাম বের হলে সব জায়গায় সেটা পাওয়া যেতো। এখনতো সিডির দোকানই নেই। দেখা যাচ্ছে দোকান থাকলেও নতুন সিডি সেখানে পৌঁছাচ্ছে না। মার্কেটিংয়ে একটা ঝামেলা রয়েছে। এছাড়া গান এখন ভাগ হয়ে যাচ্ছে। গান অনেকে প্রকাশ করছে রেডিওতে, অনেকে প্রকাশ করছে ইউটিউবে, আবার অনেকে অ্যালবাম আকারে। কেউ কেউ আবার সেলফোনে প্রকাশ করছে। যার কারণে নতুন গান সবাই শুনতে পাচ্ছে না। এ কারণেই গান শ্রোতাপ্রিয়তা এখন কম পাচ্ছে।
সব মিলিয়ে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে আপনার?
-ভালর দিকে যাওয়ার কথা ছিলো। কিন্তু কোন একটা জায়গায় আমরা আটকে আছি। কারণ নতুন গান কোথাও বাজতে তেমন শুনছি না। এখন অনেক শিল্পী। অনেক মাধ্যম। কিন্তু ভাল গানের বড় অভাব। আমরা হয়তো ভাল গান দিতে পারছি না। সে কারণেই গান উঠে আসছে না। চলতি বছর আমার ‘ছুঁয়ে দিলে মন’ গানটির সাড়া অনেক ভাল পেয়েছি। কারণ সিনেমা, টেলিভিশন, রেডিও, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে গানটি বেজেছে। মানুষ পছন্দ করেছে। এখন ভিন্নধর্মী ও ভাল কিছু করা উচিত। আর আমরা নিজেদের গানই নিজেরা প্রমোট করছি না। প্রমোট করছি, শেয়ার দিচ্ছি বিদেশি গান। নিজের ঢোল নিজে পেটানোটা অনেকে লজ্জার ভাবছেন, তাই সেটা হচ্ছে না। আর গান এখন আগের জায়গাটিতে নেই। গান এখন ভিডিও নির্ভর হওয়ায় তার মূল আবেদন হারাচ্ছে।
নতুন গান কিংবা অ্যালবাম কি করছেন?
-না। নিজ উদ্যোগে নতুন গান ও অ্যালবাম করছি না। যতদিন ইউটিউব এবং গানের অন্যান্য রাইটস এর ব্যাপার পরিস্কার না হচ্ছে, ততদিন নতুন গান তৈরি করবো না। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শিক্ষকতা পেশার পাশাপাশি নিয়মিতই গান ও অভিনয় করছেন তিনি। গান যেমন খুব বেছে বেছে অল্প সংখ্যক করছেন, তেমনি মানসম্পন্ন ও বিশেষ নাটকগুলোতেই কেবল অভিনয় করছেন তাহসান। তবে এসব নাটকের মধ্যে গত কয়েক বছরে অভিনেতা হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। গান, অভিনয়, বর্তমান ব্যস্ততাসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তাহসান। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কেমন আছেন? কোথায় আছেন?
-বেশ ভাল আছি। ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সময়। তবে এখন বাসাতেই একটু অবসর সময় কাটানোর চেস্টা করছি।
ঈদ কেমন কেটেছে?
-আমি ঈদ ঢাকাতেই করি। এবারও তাই হয়েছে। পরিবারের সঙ্গে ভালই কেটে গেছে ঈদ।
এবারের ঈদে আপনার নতুন নাটক প্রচার হয়েছে বেশ কয়েকটি। সাড়া কেমন পেয়েছেন?
-বেশ ভাল সাড়া পেয়েছি। কারণ, আমি কম সংখ্যক কাজ করি। বিশেষ করে দেখা যায় ঈদসহ উৎসবেই নাটকগুলো প্রচার হয়। এবার ‘অ্যাংরি বার্ড’, ‘অভিমান পর্ব’, ‘সুখের ছাড়পত্র’ এবং ‘স্টোরি অব থাউজেন্ড’-এ চারটি নাটকে অভিনয় করেছি। সবক’টি নাটকের সাড়াই ভাল পেয়েছি। তবে ‘অ্যাংরি বার্ড’ এবং ‘সুখের ছাড়পত্র’ নাটক দুটির সাড়া বেশি ছিলো।
নতুন গানের কি খবর?
-‘অ্যাংরি বার্ড’ নাটকে ‘প্রেম তুমি’ শিরোনামের একটি গান করেছি। এ গানটির সাড়া অনেক ভাল পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। এর বাইরে সম্প্রতি একটি দ্বৈত গান করেছি। ‘অনুভবে তুমি’ শিরোনামের এ গানটি আমার সঙ্গে গেয়েছে পূজা। এর ভিডিও খুব শিগগিরই প্রকাশ হবে। এর বাইরে ‘মুসাফির‘ ছবির জন্য একটি গান করেছি। এটি আমার স্টাইলের গান নয়। একটু আলাদা প্যাটার্নের। এর সুর-সংগীত করেছেন নাভিদ।
ঈদের নতুন গান কি শোনা হয়েছে?
-সত্যি বলতে তেমন একটা শোনা হয়নি। অনেকের অ্যালবাম প্রকাশ পেয়েছে সেটা জেনেছি। তবে সিডির দোকানেও নতুন সিডি চোখে পড়েনি। আবার ইউটিউবেও তেমন উল্লেখযোগ্য সংখ্যক নতুন গান পাইনি । এর অবশ্য অনেক কারণ আছে।
কি কারণ আছে বলে মনে হয় আপনার?
-আগে একটি অ্যালবাম বের হলে সব জায়গায় সেটা পাওয়া যেতো। এখনতো সিডির দোকানই নেই। দেখা যাচ্ছে দোকান থাকলেও নতুন সিডি সেখানে পৌঁছাচ্ছে না। মার্কেটিংয়ে একটা ঝামেলা রয়েছে। এছাড়া গান এখন ভাগ হয়ে যাচ্ছে। গান অনেকে প্রকাশ করছে রেডিওতে, অনেকে প্রকাশ করছে ইউটিউবে, আবার অনেকে অ্যালবাম আকারে। কেউ কেউ আবার সেলফোনে প্রকাশ করছে। যার কারণে নতুন গান সবাই শুনতে পাচ্ছে না। এ কারণেই গান শ্রোতাপ্রিয়তা এখন কম পাচ্ছে।
সব মিলিয়ে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে আপনার?
-ভালর দিকে যাওয়ার কথা ছিলো। কিন্তু কোন একটা জায়গায় আমরা আটকে আছি। কারণ নতুন গান কোথাও বাজতে তেমন শুনছি না। এখন অনেক শিল্পী। অনেক মাধ্যম। কিন্তু ভাল গানের বড় অভাব। আমরা হয়তো ভাল গান দিতে পারছি না। সে কারণেই গান উঠে আসছে না। চলতি বছর আমার ‘ছুঁয়ে দিলে মন’ গানটির সাড়া অনেক ভাল পেয়েছি। কারণ সিনেমা, টেলিভিশন, রেডিও, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে গানটি বেজেছে। মানুষ পছন্দ করেছে। এখন ভিন্নধর্মী ও ভাল কিছু করা উচিত। আর আমরা নিজেদের গানই নিজেরা প্রমোট করছি না। প্রমোট করছি, শেয়ার দিচ্ছি বিদেশি গান। নিজের ঢোল নিজে পেটানোটা অনেকে লজ্জার ভাবছেন, তাই সেটা হচ্ছে না। আর গান এখন আগের জায়গাটিতে নেই। গান এখন ভিডিও নির্ভর হওয়ায় তার মূল আবেদন হারাচ্ছে।
নতুন গান কিংবা অ্যালবাম কি করছেন?
-না। নিজ উদ্যোগে নতুন গান ও অ্যালবাম করছি না। যতদিন ইউটিউব এবং গানের অন্যান্য রাইটস এর ব্যাপার পরিস্কার না হচ্ছে, ততদিন নতুন গান তৈরি করবো না।