১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৫৩
গান বাড়ানোর আবদার করেছেন হ্যাপি
খবরটি শেয়ার করুন:

আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। চলচ্চিত্রে এলেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’ ছবির মাধ্যমে। এরপর দ্বিতীয় ছবি হিসেবে নতুন পরিচালক বদরুল আমিনের ‘রিয়েল ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। ছবিটিতে হ্যাপির বিপরীতে অভিনয় করছেন নবাগত কঙ্কন বিশ্বাস।

ছবিটির শুটিং প্রায় শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। শেষদিকে এসে ছবিটির আনেরকটি গান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

তিনি বলেন, ‘ছবিটিতে মোট পাঁচটি গান রাখা হয়েছিল। এখন হ্যাপির জন্য আরেকটি গান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ হ্যাপি নিজেই আমাকে একদিন একটি গান বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল। তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি বলতে পারেন। কিছুদিনের মধ্যে গানটির রেকর্ডিং করার ইচ্ছা রয়েছে। চলতি বছরেই ছবিটির ক্যামেরা ক্লোজ করে আগামী বছর প্রথম দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এদিকে হ্যাপি মিডিয়াতে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন গত কয়েক মাস আগে। এখন হ্যাপিকে মিডিয়ার কোথাও দেখা যাচ্ছে না বললেই চলে। এমনকি নিজের ফেসবুক ওয়ালে মিডিয়াকে নিয়ে বিভিন্ন সময় খারাপ মন্তব্য করতে দেখা যাচ্ছে হ্যাপিকে। ইসলামের দেখানো পথেই বাকি জীবন কাটাতে চান এমনটাই তার টাইম লাইনে লিখেছেন বিভিন্ন সময়।

error: দুঃখিত!