১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
গাছের সাথে এ কেমন শত্রুতা!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুর্বশত্রুতার জের ধরে পেঁপেসহ বিভিন্ন প্রজাতির সবজির গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিবন্দী গ্রামে একটি সবজির বাগানে এসব গাছ কাটার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগান মালিক।

সরেজমিনে দেখা যায়, বিবন্দী বাজারের পূর্বদিকে মোল্লা বাড়ির পাশে একটি বাগানে ধুন্দল, লাউ ও জালি কুমড়াসহ বেশকিছু সবজির গাছ কাটা হয়েছে। তার পাশেই পুকুর পাড়ে থাকা পেঁপেসহ ৬-৭টি গাছের মাঝামাঝি অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

অসংখ্য কাঁচা পেঁপে ও বেশকিছু কাটা লাউ মাটিতে পরে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, পূর্ব শক্রতার জের ধরে আবুল মেম্বারের সবজি বাগানের বিভিন্ন গাছ কেটে ফেলা হয়েছে। এমনটাই ধারনা করছেন তারা।

সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মোল্লা অভিযোগ করে বলেন, সকালে গিয়ে দেখি লাউ, ধুন্দল ও পেঁপে গাছগুলো কেটে ফেলা হয়েছে। পুর্ব শক্রতার জের ধরে দুর্বৃত্তরা আমার গাছের ক্ষতিসাধন করেছে। পরে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে থানায় অভিযোগ দায়ের করি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। ঘটনাটি অতি দুঃখজনক। গাছের সাথে এ ধরনের বর্বরতা গর্হিত কাজ।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই রিজভী জানান, কিছুক্ষণ আগে এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!