মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় গাছের ডাল ভেঙ্গে পরে রফিকুল নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে দশটা’র দিকে মিরকাদিম পৌরসভার সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রফিকুল মাদারীপুর জেলার পলাশ মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবৎ তারা মিরাপাড়া এলাকায় ভাড়া থাকে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সাড়ে দশটা’র দিকে বন্ধুদের সাথে লুকিয়ে অন্যের আম গাছে আম পাড়ার উদ্দেশ্যে গাছে উঠে রফিকুল। এসময় হঠাৎ গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায় সে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ অমর চন্দ্র জানান, ঘটনা শুনে রাতেই ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।