মৃুুন্সিগঞ্জ, ০৭ জুন, ২০২২, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ২ লাখ ৪৪ হাজার ৮’শ পিছ নিষিদ্ধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ।
গতকাল সোমবার দুপুরে শিমুলিয়া ফেরি ঘাট এলাকা থেকে পিকআপে তল্লাশি চালিয়ে এই চিংড়ির রেণু জব্দ করা হয়। জব্দকৃত ২ লাখ ৪৪ হাজার পিছ চিংড়ির রেণুর আনুমানিক মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা।
এ সময় মো. রোকনুজ্জামান (৩৫), ও মো. রাসেল (৩২) নামে ২ বক্তিকে আটক করা হয়।
আটককৃত দুই জনকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল আউয়াল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। হয়।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ মো. আবু তাহের মিয়া জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওয়া নৌ-পুলিশ শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৪ টি ককশিটের কার্টুন থেকে গলদা চিংড়ির রেণু জব্দ করে। একেকটি কার্টুনের মধ্যে ৬টি করে পলিথিনের প্যাকেট ছিল। এসব প্যাকের মোট ২ লাখ ৪৪ হাজার ৮’শ গলদা চিংড়ির রেণু ছিল।
তিনি আরও জানান, নিষিদ্ধ এসব চিংড়ির রেণু পরিবহনের দায়ে পিকআপের ড্রাইভার মো. রোকনুজ্জামান ও হেলপার মো. রাসেল নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে জব্দকৃত রেণুগুলো পদ্মায় অবমুক্ত করা হয়।