মুন্সিগঞ্জ, ২৫ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সরকারি হরগঙ্গা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে নতুন ভবনের অডিটোরিয়ামে এই আলোচনা সভায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, কলেজ শিক্ষক, সাংবাদিকসহ শিক্ষার্থীরা অংশ নেয়।
সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক এমারত হোসেন ইমরান, প্রভাষক আবুল মনসুর আহমেদ প্রমুখ।