১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৫৯
গজারিয়ায় ৭০ পিস ইয়াবাসহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসূলপুর এলাকা থেকে গজারিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম এর ইনর্চাজ এস.আই- এ বি এম এস দোহা , এ.এস.আই আনোয়ার , এ.এস.আই মোঃ আলী গতকাল বিকাল ৫ টার দিকে ৭০ পিস ইয়াবা সহ রমজান হোসেন নামের একজনকে আটক করেছেন। আটকৃত রমজান হোসেন ষোলআনি গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে বলে জানা যায়।

গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এস.আই-এ বি এম এস দোহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫ টার দিকে রসূলপুর এলাকায় যাত্রী বেসে রমজান হোসেন ষোলআনি তার এলাকায় যাবার পথে তাকে তল্লাশী করে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। এ ব্যপারে মাদক দ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে ।

error: দুঃখিত!